বিয়ে, বউ বাড়তি ঝামেলা মনে হচ্ছে – বিয়ে করার ইচ্ছা নাই?

জীবনে বিয়ে না করে জীবন কাটানো যাবে না?

বিয়ে না করে, জীবন কাটানোর একাধিক বিকল্প আছে।★যৌন-মৌন-গৌণ।

যৌনতার বিকল্প আছে। পকেটে রেস্ত বা যথেষ্ট টাকাপয়সা থাকলে, নিয়মিত ডেটিং করা যায়। বিয়ে না করে লিভ-টুগেদারে থাকা যায়। আরো আছে, “ফেলো কড়ি মাখো তেল” টাইপের শারীরিক চাহিদা মেটানো।★ বিয়ে না করে, এসব পদ্ধতিতে নিত্যনতুন অভিজ্ঞতার কারণে অধিকতর রোমাঞ্চকর বলে মনে হতে পারে।

পরিণত বয়সে পৌঁছে, যৌন বিষয় অপেক্ষা, মৌন এবং গৌণ বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তখনই শুরু হয়, বিয়ে না করার আক্ষেপ এবং হতাশা।★মন তখন চায়, কথা বলার মত সঙ্গী যে অযৌক্তিক ঝগড়া করে, মিথ্যে মান-অভিমান করে আবার খুনসুটিও করে।

আপনার ফ্যামিলি-সার্কেল বা বন্ধু-বুত্ত বেশ বড় হলেও সন্তান-সান্নিধ্যের সুপ্ত ইচ্ছে, আপনাকে আবেগ তাড়িত করবে।তাহলে আপনাকে, “অ্যাক্টিভ-ক্রিয়েটিভ-ইনোভেটিভ”, ত্রিমাত্রিকভাবে নিজেকে উদ্দীপ্ত রাখতে সহায়তা করবে।

জীবনের পাথেয়, শারীরিক যৌন-চাহিদার যথেষ্ট বিকল্প আছে তবে, জীবনের গোল্ডেন-টাইম পার করেও কিন্তু মানসিক সঙ্গ-লাভ আর আত্মিক একাত্বতা-বোধের অভাব, মানুষকে কাঙাল করে তোলে, সুতরাং সময় থাকতে সাবধানী পদক্ষেপ করাই কাম্য।

Exit mobile version