ইন্টার্ণ চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতির সঙ্গে একাত্বতা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। আজ আন্দোলনরত ইন্টার্ণ চিকিৎসকদের সঙ্গে দেখা করে তাদের বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দিলে কাজে ফিরে গেলেন ইন্টার্ণ চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) আন্দোলনরত ইন্টার্ণ চিকিৎসকদের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিলে কাজে ফিরে যান ইন্টার্ণ চিকিৎসকরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনরত ইন্টার্ণ চিকিৎসকদের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনিও তাদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে তাদের বেতন-ভাতা বাড়ানোর কথা বলেছেন। ঈদের পর সেটা কার্যকর করা হবে।
তিনি বলেন, আন্দোলনরত ইন্টার্ণ চিকিৎসকদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর ঘোষণা তাদেরকে জানালে তারা এক মাসের জন্য আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যান। আশা করছি এ সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধান করা হবে।
প্রসঙ্গত, ইন্টার্নি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারা দেশের সকল ইন্টার্ন চিকিৎসক একটি যৌক্তিক দাবি উত্থাপন করে আন্দোলনে সম্মিলিত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গত ২৪ মার্চ থেকে তাদের কর্মবিরতি চলছিল।