বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাতক্ষীরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান আলী, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
১৭ ফেব্রুয়ারি, সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে নবীন শিক্ষার্থীদের বরণ, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি হাসান শেখ বলেন,
“দায়িত্ব অনেক বড় একটি বিষয়, তবে আমি কাজ করতে ভালোবাসি। কাজ করার সুযোগ পেয়েছি, তাই সংগঠনকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। সাতক্ষীরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বেরোবিকে দক্ষ, শক্তিশালী এবং সুসংগঠিত করে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আশা রাখি, সংগঠনের সকল সদস্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে, সেই লক্ষ্যেই কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
নতুন কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন,
“বেরোবির বুকে এক খণ্ড সাতক্ষীরা—এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাবো। আশা করি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সাতক্ষীরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আরও সমৃদ্ধ হবে।”