প্রেস বিজ্ঞপ্তি
বক্তারা বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি করেছে কিন্ডারগার্টেন সংগঠনসমূহ। নিবন্ধন বিধিমালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নয়, কিন্ডারগার্টেন নামেই নামকরণ করতে হবে, শিক্ষক নিয়োগবিধি শিথিলকরণ অথবা ওই শিক্ষকদের বেতন সরকারি তহবিল থেকে প্রদান, কমিটি গঠন প্রক্রিয়া ২০১১ সালে বিধিমালা অনুযায়ী শিথিলকরণসহ কিন্ডারগার্টেন সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে বসে বিধিমালা সংশোধনের দাবি জানিয়েছেন তারা। নতুবা জাতীয় নির্বাচন পর্যন্ত বিধিমালা আরোপ স্থগিত রাখার দাবি সংগঠনগুলোর।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার বলেন, দাবি মানা না হলে আগামী ২১ সেপ্টেম্বর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্র- ছাত্রী , শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচী পালনের জন্য আহবান করা হল। আগামী ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে সকল মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করার জন্য সকলকে অনুরোধ জানানো হয় । যদি ইতিমধ্যে আমাদের প্রস্তাবনার আলোকে বিধিমালা শিথিল করা না হয় তাহলে গেজেট জারির এক সপ্তাহের মধ্যে অবস্থান কর্মসূচী পালনের জন্য আহবান জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্তি হয়।