________________________________________
আজ রবিবার (৩১ জুলাই ২০২২) সকাল দশটায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বোয়ালখালী উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় সদ্য যোগদানকৃত নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য যে সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে মনোনয়ন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এসকান্দর, নির্বাহী সদস্য মোঃ ইউসুফ প্রমূখ।
আরও উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী নেতৃবৃন্দ।