মোঃ জয়নাল আবেদিন বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ইং মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পার্সের দোকানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট আরব আলী সহ তাদের ৩ জন কে আটক করা হয়। আটক’রা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পূর্ব কুট্রাপাড়ার গ্রামের মো. আরব আলী (৩৬), সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের দুলাল মিয়া (২৯) ও সরাইলের উচালিয়া পাড়া গ্রামের জুয়েল মিয়া (৩৩)। এর মধ্যে আরব আলীর বিরুদ্ধে ডাকাতি,সন্ত্রাসী, পুলিশের উপর হামলা, নারী নির্যাতন,প্রকাশ্যে মানুষ পিটানো, হত্যা মামলা, মহা-সড়কে ও সিএনজি চাঁদাবাজি‘সহ ৮ টি মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্হানীয় ব্যক্তিবর্গ “ক” “ম” “আ” আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃত মাদক কারবারিদের মধ্যে আরব আলী একজন চিহ্নিত মাদক সম্রাট অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতেন। এরই মাঝে সে ডাকাত চক্রের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। অপরাধী মুখোশের আড়ালে বনে যায় সিএনজি শ্রমিক নেতা। বিশ্বরোড থেকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জেল থেকে বের হয়ে সে বিশ্বরোড মোড়ে সিএনজি চালিত অটোরিকশা পার্সের দোকান দিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসার আড়ালে মাদক কারবারি সিন্ডিকেট গড়ে তোলে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান এর দিকনির্দেশনায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া অফিস এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তার পার্সের দোকান থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় আরব আলী’সহ তার দুই সহযোগীকে আটক করা হয়। তাহারা আরও জানান, ইতিপূর্বে আরব আলীর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ ৮ টি মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় শনিবার ১৬ই সেপ্টেম্বর ২০২৩ইং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ বিষয়ে ঘটনার সততা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান মিডিয়া প্রতিনিধিকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার রজু করা হয়েছে। আসামিদেরকে কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে। চৌকস অভিযানিক দলটি সঠিক দায়িত্ব পালন করেছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে। মাদকের বিষয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি আহবান জানাই।
শুরু হতে যাচ্ছে আরপিএলের দ্বিতীয় আসর
ক্রীড়া প্রতিবেদক সৌহার্দ-ভ্রাতৃত্ব কামনায় বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে আরপিএল (রয়েল প্রিমিয়ার লিগ)-এর দ্বিতীয় আসর। রাজধানীর একটি পাঁচ তারকা...