পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শিরোপাটা ঘরে তুলতে পারল না ভারত। অন্যদিকে খুড়িয়ে খুড়িয়ে এসে হেক্সা মিশন শেষ করল অজিরা। ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল কামিন্সের দল।
ভারত জিতে এসেছিল টানা ১০ ম্যাচ, টুর্নামেন্টে অপরাজিত ছিল তারা, যে জয়ের ধারা শুরু হয়েছিল ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েই।
ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পয়েন্ট তালিকার তলানিতে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের জয়রথ ছুটেছে, অস্ট্রেলিয়া খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে পেরিয়ে এসেছে একের পর এক বাধা। সর্বশেষ সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে কঠিন লড়াই করে আসতে হয়েছে তাদের।
কিন্তু অস্ট্রেলিয়া-বিশ্বকাপের সবচেয়ে সফল দল। সেই অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল ভারত। এবারের বিশ্বকাপে ১১তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল রোহিত শর্মার ভারত। সেটিও ঘরের মাঠে ১ লাখ ৩০ হাজার সমর্থকের সামনে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে যেন বার্তা দিয়েছিলেন কামিন্স। এমন ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা শুরুটা আক্রমণাত্মক করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ফিরে এসেছে।
এরপর ফ্লাডলাইটে নতুন বলে বুমরা ও শামি আঘাত করেছেন তিন বার। কিন্তু অস্ট্রেলিয়া দমেনি। হেড ও লাবুশেন গড়েছেন দুর্দান্ত এক জুটি। হেড করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। লাবুশেন পেয়েছেন ফিফটি।