মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল প্রথমে উপজেলা চত্বরে জমায়েত হয়ে ঢাকা তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক হয়ে পৌর শহরের প্রাণকেন্দ্র ভূঞাপুর বাজারে পথসভা করেন। থানা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মিন্টু ও গোলাম মস্তফা তালুকদার শাবলু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে চট্টগ্রাম বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। বিক্ষোভকারীরা হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান।