মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার সরকারি পাইলট হাইস্কুল পুকুরপাড়ে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে দৈনিক কালবেলার ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমানের পরিচালনায় ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দীন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, সমাজ সেবক খায়রুজ্জামান ভুইয়া, সাংস্কৃতিক কর্মী হাসান সরোয়ার লাভলু প্রমুখ। বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা রাস্তায় দলবেঁধে দাঁড়িয়ে থাকে এবং আসা-যাওয়ার পথে মেয়েদের অশালীন কথাবার্তাসহ কুপ্রস্তাব দেয়৷ এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। মেয়েদের স্কুলে যাতায়াত করতে প্রতি নিয়ত হয়রানির শিকার হচ্ছে। এসব বখাটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই ভয়-ভীতিসহ নানা হুমকি প্রদর্শন ও মারধোর করে। মানববন্ধন শেষে শিক্ষক ও জনসাধারণ মিলে একটি বিক্ষোভ মিছিল সরকারি পাইলট হাইস্কুল পুকুরপাড় থেকে বের হয়ে কিশোর গ্যাং বিরোধী নানা স্লোগান দিয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার,থানা অফিসার্স ইনচার্জ ও সেনাবাহিনী ক্যাম্পে প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
Post Views: ৮৫
Like this:
Like Loading...
Related