ভূঞাপুরে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

মোঃ আনোয়ার হোসেন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৫ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ. তাইবুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভূঞাপুর থানার এস আই মোঃ ফরিদ আহমেদ, এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগমণ এ সময় উপস্থিত ছিলেন।    আলোচনা সভা শেষে উপজেলার পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

Exit mobile version