শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:৩৬ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানসম্মত শিক্ষা বিষয়ক আয়োজিত এক আলোচনা সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। পরে সন্ধায় কমিটি গঠন কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
এ সময় শিক্ষকদেন উপস্থিতে নির্বাচনের মাধ্যমে আব্দুর রহমান কে সভাপতি ও আজিজুর রহমান আরজু কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
জানা যায়, ওই আলোচনা সভায় শিক্ষকদের দাবির প্রেক্ষিতে উপস্থিত অতিথিদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে তাৎক্ষনিকভাবে ৩ জন সভাপতি ২ জন সম্পাদক পদে প্রার্থী হয়। দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান আরজু বিজয়ী হয়। ৬’শ ১৮ জন ভোটারের মধ্যে ৫’শ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এ ভোটে সভাপতি পদে আব্দুর রহমান ৩’শ ১৩ ও সম্পাদক পদে আজিজুর রহমান আরজু ৩’শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। এদের প্রতিদ্বন্ধি সভাপতি প্রার্থী ছিলেন, শামছুদ্দোহা, আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহ আলম। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দল্লাহ সরকার। পরবর্তীতে সভাপতি, সম্পাদক ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা যায়।