(টাংগাইল) জেলা প্রতিনিধি:
টাংগাইলের ভূঞাপুর উপজেলার লৌহজং নদীর তীরে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের পুন্যস্নান উৎসব। সেই সাথে কিছু অসাধু মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লৌহজং নদী তীরবর্তী পুন্যস্নান অনুষ্ঠিতব্য স্থানের পাশেই চলাচ্ছে রমরমা জুয়ার ব্যবসা ।
বুধবার(২৯ মার্চ)ভোর থেকে এ স্নান উৎসব শুরু। পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্নানে অংশ নেয়।
তবে এবারে পুণ্যস্নান বুধবার হওয়ায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা। স্নান উৎসবে ভূঞাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার সনাতন ধর্মের মানুষেরাও অংশ নেয়।
স্নান উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে।
পুণ্যার্থীরা জানান, পরশুরাম ব্রহ্মপুত্রের ত্রিধারায় গোসল করে মাকে হত্যার পাপ মোচন করেছিলেন। সেই থেকে তাকে অনুসরন করে পাপ মোচনের জন্য বছরের নিদিষ্ট দিনে এখানে স্নান করেন তারা।
এ উপলক্ষে ভূঞাপুর বাজারের আজমতের মোড় থেকে কালীভিটা মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের দোকানীরা পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন ধরনের খেলনা, মুড়ি মুড়কি, মিষ্টি, জিলাপি, ঝুড়ি, চিনির তৈরি ঘোড়া, হাতি ইত্যাদি নিয়ে দোকনিরা বসে আছে।
পাশাপাশি এক ধরনের অসাধু লোক স্লুইজ গেটের পশ্চিম পাশে ভূট্টা খেত সংলগ্ন বসিয়েছে বিভিন্ন জুয়ার আসর। চরকি, তিন টাস, ফর গুটি আরো বিভিন্ন আইটেম। এ বিষয়ে এক জুয়া ব্যবসায়ী জানান আমরা প্রশাসনকে ম্যানেজ করেই এগুলো করেছি।
আসরের বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে ফোন করলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত না। তবে জুয়া খেলার খবর পেয়ে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।