মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা হাতিরঝিল এর উদ্যোগে আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ ২৩ নভেম্বর বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলের একটি মিলনায়তনে সংস্থার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলিফ্যামিলি হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফজালুল করিম। বিশেষ অতিথি ছিলেন এ প্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ নাঈম, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূইয়া। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য আব্দুল আল কাইউম ফয়সাল ও কলিম উল্লাহ।
এ কর্মসূচির আওতায় ২০ জন পুরুষ ও ১৫ জন মহিলাকে ক্ষুদ্র ব্যবসার জন্য পুঁজি হিসেবে অর্থ সহায়তা দেয়া হয়।