গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শ্রীশ্রী দুর্গাবাড়ী পূজা মন্দিরের আয়োজনে শনিবার(১অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটের দিকে দুর্গাবাড়ী মন্দির আঙ্গিন থেকে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত দাস ও পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ কান্তি বিশ্বাস এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে শেষ হয়। জানা যায় যে আজ মহাষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার আবির্ভাব। এবং ৫ অক্টোবর বুধবার বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় অনুষ্ঠিত হবে। মহা সপ্তমী, মহা অষ্টমী, মহা নবমী ও মহা বিজয়া দশমী এই ৪ দিন সনাতন ধর্মাম্বলীদের কাছে এক বিশাল উৎসব। আত্মীয় স্বজন সবাই মিলে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে তারা তাদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা উদযাপন করে।
গৌরীপুর রিপোটার্স ক্লাবের একযুগ পূর্তি
গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহ জেলার গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮...