মধ্যনগর প্রেসক্লাবের কমিটি গঠন

ধর্মপাশা প্রতিনিধিঃ এম এ মান্নান সভাপতি ও অমৃত সামন্ত কে সাধারণ সম্পাদক করে, ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জের নব ঘোষিত মধ্যনগর উপজেলার ২০১৭সালের প্রতিষ্ঠিত একমাত্র সাংবাদিক সংগঠন মধ্যনগর প্রেসক্লাবের ৩ বছর মেয়াদী পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১শে’মে বুধবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।এবং দ্বিতীয় সভায় উপদেষ্টা মন্ডলীর সদস্য মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু’র সভাপতিত্বে মধ্যনগর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে প্রতিষ্টাতা সভাপতি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার মধ্যনগর প্রতিনিধি এম এ মান্নান’কে সভাপতি করে,দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আতিকুর রহমান ফারুকী’ নির্বাহী সভাপতি,মোঃমোফাক্কারুল হোসেন রূপক সহসভাপতি, দৈনিক ভোরের ডাক প্রত্রিকার মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি রায় সামন্ত’ সাধারণ সম্পাদক, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আল-আমীন আহম্মেদ সালমন’ সাংগঠনিক সম্পাদক,মানব কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান বাসার দপ্তর সম্পাদক,দিনকাল প্রতিনিধি সুরঞ্জন তালুকদারকে কোষাধ্যক্ষ এবং কবি জীবনকৃষ্ণ সরকার ও জেনারুল ইসলাম কে সম্মনিত সদস্য করে ১১জনের কার্য্করী এ কমিটি ঘোষানা করা হয়েছে। মধ্যনগর প্রেসক্লাবের নব ঘোষিত কমিটির সাংবাদিকগন তৃণমূলের তথ্য আদান প্রদানে এলাকার সর্বমহল লোকজনের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

Exit mobile version