মাছ ধরতে গিয়ে ইসলামপুরে দুই সহোদরের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুর যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহোদর দুই ভাই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার পুত্র। ঈদের দুইদিন আগে বাবা-মার সাথে তারা নানা বাড়িতে বেড়াতে যায়।
জানা গেছে,শনিবার দুপুরে বাড়ির পাশে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায় ওই দুই শিশু। মাছ ধরার এক পর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় । অনেক খোঁজাখুজির পর তাদের মরদেহ নদীতে ভেসে উঠে।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
Exit mobile version