গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএইচআরবি ডোমার শাখার পক্ষ থেকে বানী দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোবারক আলী। বানীতে তিনি জানান, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। মানবাধিকার সনদ গৃহিত হয় ছয় দশক আগে কিন্তু মানবাধিকার সংরক্ষণের জোরালো পদক্ষেপ শুরু হয় মাত্র দুই দশক আগে। তাই আমাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। বর্তমান সরকার সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা “ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)” মানবাধিকার ও সুশাসন বিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় এ বছর মানবাধিকার দিবস উৎযাপনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এ বছর থেকে বিএইচআরবি তৃনমুল পর্যায়ে মানবাধিকার রক্ষায় ব্রত ব্যক্তিবর্গকে সম্মানিত ও উৎসাহিত করার প্রয়াস হাতে নিয়েছে। সাধুবাদ জানাই আমি বিশ্বাস করি বিএইচআরবি’র এই আয়োজন বাড়তি গতি সঞ্চার করবে। সকলের সঞ্চিত উদ্যোগ নিশ্চয় অদুর ভবিষ্যতে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সামর্থ্য হবে। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত হবে। দুর হবে মানুষে মানুষে সকল ভেদাভেদ ও বৈষম্য।