মানুষের ভালোবাসায় নগর মাতা হলেন
জায়েদা খাতুন
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
মানুষের ভালোবাসায় আজ গাজীপুরের নগর মাতা হলেন জায়েদা খাতুন। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধু। কোন দিন রাজনীতিতে আসবেন এ ধরনের চিন্তা ও করেননি। তিনি গাজীপুর সিটি করপোরেশন এ নির্বাচন করবেন। এ চিন্তা তিনি স্বপ্নের দেখেন নি। তাকে গাজীপুরের মানুষ ভালো ভাবে চিনেন না। জায়েদা খাতুন আজ সর্বজন শ্রদ্ধেয় মানুষ। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম হয়ত বুঝতে পেরেছিন তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। বাতিল হয়ে যেতে পারে জাহাঙ্গীর আলমের মনোনয়ন পএ। তাই তো তিনি মা জায়েদা খাতুনের নামে নির্বাচনের মনোনয়ন পএ কিনেছেন। অনেক দৌঁড়ঝাপ করেছেন জাহাঙ্গীর আলম। জনগনই সকল ক্ষমতার উৎস প্রমান করলেন জাহাঙ্গীর আলম। এ বিজয় তো জায়েদা খাতুনের নয়, এ বিজয় পরোক্ষভাবে জাহাঙ্গীর আলমের, জনগনের।
আ,লীগের প্রার্থী আজমত উল্লা খানের মতো ব্যক্তিকে পরাজয় করা সহজ ব্যাপার নয়। যার কর্ম জীবন পর্যালোচনা করলে দেখা যায় সারা জীবন তিনি আওয়ামীলীগের জন্য কাজ করে গেছেন। জনগনের ভালোবাসা এত শক্তিশালী যে, শক্তিধর মানুষকেও পরাজিত করতে পারে।
শুধু গাজীপুর সিটি করপোরেশন এর মানুষ নয়। সারা দেশের মানুষের দোয়া ছিল জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুনের জন্য। নির্বাচনের ফলাফল দিতে রাত যত বাড়তে থাকে মানুষের মাথায় নানা ধরনের চিন্তা ভাড়তে থাকে।
নির্বাচন কমিশন আগেই ঘোষণা দিয়ছিলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন প্রমান করে দিলো জনগন ভোট প্রদানে অংশ গ্রহন করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সকল জল্পনা কল্পনার অবাসান ঘটিয়ে গাজীপুরের নগর মাতা হলেন জায়েদা খাতুন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহন কোন প্রকার সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার দেশবাসীর নজর ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের দিকে। গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের ফলাফল প্রকাশ করা হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুরের নগর মাতা হলেন জায়েদা খাতুন ।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।বেসরকারিভাবে নির্বাচিত জায়েদা খাতুনের সবচেয়ে বড় পরিচয় তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সব কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচনে বিজয় অর্জন করেছেন।
সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আজ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় সাধারন ছুটি ছিল।
ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও ভোটারা নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।
সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন।
নির্বাচনী প্রাথী, সমর্থক, ভোটারের ভোটের ফলাফল ঘোষনা করার আগ পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। কর্মীদের
নির্বাচনের ফলাফলের অপেক্ষা যেন শেষ হয় না। একদিকে দিনে রাএি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা অপরদিকে ফলাফলের অপেক্ষা করা সত্যি কষ্টকর। ক্লান্ত শরীরে তবুও অপেক্ষা করছিল ভোটের ফলাফল জানার জন্য। এ বার নির্বাচনের ফলাফল প্রকাশের অপেক্ষা শেষ। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরের মাতা হলেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।।
অরবিন্দ রায়