মামলা জটিলতায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি

মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিক্সা, ট্রাক সহ শতশত যানবাহন। মামলার আলামত হিসেবে এসব গাড়ি জব্দ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানা প্রাঙ্গনে শতশত মোটরসাইকেল ও প্রাইভেটকার সহ বিভিন্ন ধরনের যানবাহন খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে। রোদ বৃষ্টি আর ধূলা ময়লার স্তূপে এসব গাড়ির যন্ত্রাংশ মরিচা পড়ে বিকল হয়ে পড়েছে। মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় এসব যানবাহন পড়ে থেকে হারিয়ে ফেলেছে চলাচলের ক্ষমতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন অপরাধে জব্দকৃত ও মামলার আলামত হিসাবে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা চত্বরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহন। যেগুলো বছরের পর বছর খোলা আকাশের নীচে এভাবে পড়ে আছে। এখানে রয়েছে মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিক্সা, ট্রাক সহ শতশত যানবাহন। মামলার আলামত হিসেবে এসব গাড়ি জব্দ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে …

Exit mobile version