সুলতানা মাসুমা। জেলা প্রতিনিধি:
গতকাল শনিবার, ১৪ সেপ্টেম্বর পেনসিলভেনিয়ায় ভ ২০২৪ পেনসিলভেনিয়ার “বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া” এর উদ্যোগে দ্বিতীয় BACF এওয়ার্ড ও কলেজ গ্রাজুয়েশন এবং পেনসিলভেনিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা পদক গতকাল শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ পেনসিলভেনিয়ার “বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া” এর উদ্যোগে দ্বিতীয় BACF এওয়ার্ড ও কলেজ গ্রাজুয়েশন এবং পেনসিলভেনিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মাননা পদক ও স্মারক” প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি আপার ডার্বির স্থানীয় ঢাকা ক্লাবে বিকাল ৬টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও ধর্মগ্রন্থ গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিল্পীরা সহ বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীতের পর পরিচালনা পরিষদের সদস্যরা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর, প্রথম BACF অনুষ্ঠানের গতবারের আহ্বায়ক জে সুমন BACF এওয়ার্ড অনুষ্ঠানে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।এরপর দ্বিতীয় BACF এওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুর রহমান এবং মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল তাদের শুভেচ্ছা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্যের পর ফোরামের মুখপাত্র সোলায়মান ইবনে মুজিব ফোরামের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং ফোরাম সচিব মোঃ আশরাফুল ইসলাম (আরিফ) ফোরামের কার্যবিবরণী উপস্থাপন করেন।
এরপর সঞ্চালকগন অনুষ্ঠান শুরু করেন।
প্রথম পর্বের শুরুতেই নওসিন হাওলাদার অহনা তার কলেজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। দ্বিতীয় বক্তা ইফতেখার রহমান, একজন পোস্ট গ্র্যাজুয়েট, লেখাপড়ার পাশাপাশি জীবনের আরও গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন। তৃতীয় বক্তা মেহজাবিন জায়গীরদার, গতবারের একজন কলেজ গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন পরবর্তী জীবনের অভিজ্ঞতা এবং ফোরামকে ধন্যবাদ জানান।
ছাত্রছাত্রীদের বক্তব্যের পর, বিএডিভির সভাপতি ফারজানা আফরোজ পাপিয়া অভিভাবক এবং ছাত্রদের বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
এরপর একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে একজন কলেজ শিক্ষার্থীর তার কলেজ জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রফেসর ডঃ জিয়াউদ্দিন আহমেদ, তাকে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার ফারুক সিদ্দিকী এবং ডঃ ইবরুল চৌধুরী।
গোল টেবিল আলোচনার পর পরই বিশেষ আকর্ষণ হিসেবে ফোরামের এই বৎসরের প্রকাশনা ম্যাগাজিন “অনুপ্রেরণা” মোড়ক উন্মেচন করেন আমাদের প্রিয় মুখ, আমেরিকার মূলধারার রাজনীতির সাথে যুক্ত এবং ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল এ্যাট লার্জের কাউন্সিলম্যান ডঃ নিনা আহমেদ।
মোড়ক উন্মোচনের পর পরই ২২ জন পেনসিলভানিয়ার কলেজ গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের সম্মাননা পদক প্রদান করা হয়। এরা হলেন এ্যান্জেলা জাহান, ডাঃ ফাবলিহা খোরশান, কাজী জাহেদ, নাহিদ আবদুল্লাহ, মুসাররাত হোসেন, সামাহ শারিমন, নিশাত চৌধুরী, মোঃ মুহিদুল, হুমরা মিম, আনিকা সাফা, মায়িহা নূর, সাবাব ভূঁইয়া, নাজিফা কালাম, তাহিসন নাসিমা, অনিন্দিতা কুন্ডু, রায়হানা চৌধুরী, মাহমুদুল টোটন, কিবরিয়া চৌধুরী, খন্দকার সাঈম এবং সানিজদা আফরোজা।
ছাত্রদের পর পরই ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাজে তাদের স্ব স্ব ক্ষেত্র অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়, তাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের(বীর প্রতিক), ডঃ নিনা আহমেদ ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল এ্যাট লার্জের কাউন্সিলম্যান, চিকিৎসায় ডাঃ ফাতেমা আহমেদ, সংস্কৃতিতে সুস্মিতা গুহ রায়, সাদেক কাপ্তান মিয়া সমাজ সেবায়, শেখ সিদ্দিক মেইন স্টীম রাজনৈতিক সংগঠক, মাহবুবুল তৈয়ব মেয়র মিলবোর্ন বরো, আবুল ফজল ফটো সাংবাদিক, আকবর হোসেন অফিস সচিব পিএ গভর্নরের নীতি ও পরিকল্পনা এবং বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া অলাভজনক প্রতিষ্ঠান ও সমাজ সেবায়।
অনুষ্ঠানটি আকর্ষনীয় করে তোলার জন্য অনুষ্ঠানের মধ্যে মাঝে মাঝে সংগীত পরিবেশনার মাধ্যমে অতিথিদের মনোযোগ ধরে রাখা হয়।সেইখানে বিশিষ্ট সংগীত শিল্পি বিজয়া সেন গুপ্ত এবং মোহনা বোস গৌরি তাদের পরিবেশনার মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, ফোরামের ট্রপ কনট্রিবিউটর এবং যারা অনুষ্ঠানে আর্থিক সহযেগিতা করেছেন তাদের সম্মাননা প্রদান করার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
মূলধারার রাজনীতিবিদের মধ্যে সম্মাননা গ্রহন করেন ইডি ব্রাউন মেয়র আপারডাবী টাওনশীফ, শরিফ স্টীট্র স্টেট সিনেটর পিএ, নিকিল সাভল স্টেট সিনেটর পিএ, তারিক খান স্টেট রিপ্রেজেনটিভ পিএ এবং ওমর সাব্বির চেয়ারম্যান ফিলাডেলফিয়া সিটি কমিশন।
ফোরামের টপ কনট্রিবিউটররা সম্মাননা গ্রহন করেন তারা হলেন মিসেস শামসুন নাহার, নুরুল ইসলাম, নূর করিম রনি, নাজিম ভূঁইয়া, আসমা সোনিয়া, গাজী ওমর ফারুক,
রাহুল দাস, রুহুল আমিন প্রদান এবং নজরুল ইসলাম এবং যে সব প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে সম্মননা গ্রহন করেন মোহাম্মদ আরিফ হোসেন মিঠুন, স্বরন খান, মোঃ সাইদুজ্জামান ড্যানি, মোহাম্মদ রেজা লিতফ, আবুল হাসনাত রাসেল, হাসান ইয়াসিন আমিন, ফারুক সলিমুল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোস্তফা বাদল, মোহাম্মদ ইকবাল জাফর, মুহাম্মাদ লুৎফর রহমান, আবুল হাসান রাশেদ, সালাম এ খান, মহি উদ্দিন, মলি মজুমদার ও জে সুমন, হেলাল
উদ্দিন, মাহতাব জায়িগরদার, নূর করিম রনি, আসিকুর রহমান সোহাগ, মোঃ রাশেদুল ও সালমা হক এবং রাজিব খাস্তগীর।
দ্বিতীয় পর্বের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজোর ব্যবস্হা রাখা হয়।সাংস্কৃতিক পর্বে জলি দাশ, মোহনা বোস এবং সালমান খন্দকার সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন কামরুল হাসান, এবং আব্দুল হাফিজ চৌধুরী।সাংস্কৃতিক সন্ধ্যার সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সরোয়ার ড্যানিয়েল এবং আব্দুল হাফিজ চৌধুরী। অনুষ্ঠানের প্রচারে বিশেষ ভূমিকা রাখেন সাংবাদিক শেখ খোরশান, মোঃ আশরাফুল ইসলাম(আরিফ) সহ অন্যান্য বিশিষ্টজন।
পরিশেষে, ফোরাম কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ব্যাক্তি বর্গকে সম্মাননা পদক প্রদান করা হয় স্মারক” প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি আপার ডার্বির স্থানীয় ঢাকা ক্লাবে বিকাল ৬টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও ধর্মগ্রন্থ গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিল্পীরা সহ বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীতের পর পরিচালনা পরিষদের সদস্যরা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর, প্রথম BACF অনুষ্ঠানের গতবারের আহ্বায়ক জে সুমন BACF এওয়ার্ড অনুষ্ঠানে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।এরপর দ্বিতীয় BACF এওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুর রহমান এবং মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল তাদের শুভেচ্ছা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্যের পর ফোরামের মুখপাত্র সোলায়মান ইবনে মুজিব ফোরামের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং ফোরাম সচিব মোঃ আশরাফুল ইসলাম (আরিফ) ফোরামের কার্যবিবরণী উপস্থাপন করেন।
এরপর সঞ্চালকগন অনুষ্ঠান শুরু করেন।
প্রথম পর্বের শুরুতেই নওসিন হাওলাদার অহনা তার কলেজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। দ্বিতীয় বক্তা ইফতেখার রহমান, একজন পোস্ট গ্র্যাজুয়েট, লেখাপড়ার পাশাপাশি জীবনের আরও গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন। তৃতীয় বক্তা মেহজাবিন জায়গীরদার, গতবারের একজন কলেজ গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন পরবর্তী জীবনের অভিজ্ঞতা এবং ফোরামকে ধন্যবাদ জানান।
ছাত্রছাত্রীদের বক্তব্যের পর, বিএডিভির সভাপতি ফারজানা আফরোজ পাপিয়া অভিভাবক এবং ছাত্রদের বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
এরপর একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে একজন কলেজ শিক্ষার্থীর তার কলেজ জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রফেসর ডঃ জিয়াউদ্দিন আহমেদ, তাকে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার ফারুক সিদ্দিকী এবং ডঃ ইবরুল চৌধুরী।
গোল টেবিল আলোচনার পর পরই বিশেষ আকর্ষণ হিসেবে ফোরামের এই বৎসরের প্রকাশনা ম্যাগাজিন “অনুপ্রেরণা” মোড়ক উন্মেচন করেন আমাদের প্রিয় মুখ, আমেরিকার মূলধারার রাজনীতির সাথে যুক্ত এবং ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল এ্যাট লার্জের কাউন্সিলম্যান ডঃ নিনা আহমেদ।
মোড়ক উন্মোচনের পর পরই ২২ জন পেনসিলভানিয়ার কলেজ গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের সম্মাননা পদক প্রদান করা হয়। এরা হলেন এ্যান্জেলা জাহান, ডাঃ ফাবলিহা খোরশান, কাজী জাহেদ, নাহিদ আবদুল্লাহ, মুসাররাত হোসেন, সামাহ শারিমন, নিশাত চৌধুরী, মোঃ মুহিদুল, হুমরা মিম, আনিকা সাফা, মায়িহা নূর, সাবাব ভূঁইয়া, নাজিফা কালাম, তাহিসন নাসিমা, অনিন্দিতা কুন্ডু, রায়হানা চৌধুরী, মাহমুদুল টোটন, কিবরিয়া চৌধুরী, খন্দকার সাঈম এবং সানিজদা আফরোজা।
ছাত্রদের পর পরই ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাজে তাদের স্ব স্ব ক্ষেত্র অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়, তাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের(বীর প্রতিক), ডঃ নিনা আহমেদ ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল এ্যাট লার্জের কাউন্সিলম্যান, চিকিৎসায় ডাঃ ফাতেমা আহমেদ, সংস্কৃতিতে সুস্মিতা গুহ রায়, সাদেক কাপ্তান মিয়া সমাজ সেবায়, শেখ সিদ্দিক মেইন স্টীম রাজনৈতিক সংগঠক, মাহবুবুল তৈয়ব মেয়র মিলবোর্ন বরো, আবুল ফজল ফটো সাংবাদিক, আকবর হোসেন অফিস সচিব পিএ গভর্নরের নীতি ও পরিকল্পনা এবং বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া অলাভজনক প্রতিষ্ঠান ও সমাজ সেবায়।
অনুষ্ঠানটি আকর্ষনীয় করে তোলার জন্য অনুষ্ঠানের মধ্যে মাঝে মাঝে সংগীত পরিবেশনার মাধ্যমে অতিথিদের মনোযোগ ধরে রাখা হয়।সেইখানে বিশিষ্ট সংগীত শিল্পি বিজয়া সেন গুপ্ত এবং মোহনা বোস গৌরি তাদের পরিবেশনার মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, ফোরামের ট্রপ কনট্রিবিউটর এবং যারা অনুষ্ঠানে আর্থিক সহযেগিতা করেছেন তাদের সম্মাননা প্রদান করার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
মূলধারার রাজনীতিবিদের মধ্যে সম্মাননা গ্রহন করেন ইডি ব্রাউন মেয়র আপারডাবী টাওনশীফ, শরিফ স্টীট্র স্টেট সিনেটর পিএ, নিকিল সাভল স্টেট সিনেটর পিএ, তারিক খান স্টেট রিপ্রেজেনটিভ পিএ এবং ওমর সাব্বির চেয়ারম্যান ফিলাডেলফিয়া সিটি কমিশন।
ফোরামের টপ কনট্রিবিউটররা সম্মাননা গ্রহন করেন তারা হলেন মিসেস শামসুন নাহার, নুরুল ইসলাম, নূর করিম রনি, নাজিম ভূঁইয়া, আসমা সোনিয়া, গাজী ওমর ফারুক,
রাহুল দাস, রুহুল আমিন প্রদান এবং নজরুল ইসলাম এবং যে সব প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে সম্মননা গ্রহন করেন মোহাম্মদ আরিফ হোসেন মিঠুন, স্বরন খান, মোঃ সাইদুজ্জামান ড্যানি, মোহাম্মদ রেজা লিতফ, আবুল হাসনাত রাসেল, হাসান ইয়াসিন আমিন, ফারুক সলিমুল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোস্তফা বাদল, মোহাম্মদ ইকবাল জাফর, মুহাম্মাদ লুৎফর রহমান, আবুল হাসান রাশেদ, সালাম এ খান, মহি উদ্দিন, মলি মজুমদার ও জে সুমন, হেলাল
উদ্দিন, মাহতাব জায়িগরদার, নূর করিম রনি, আসিকুর রহমান সোহাগ, মোঃ রাশেদুল ও সালমা হক এবং রাজিব খাস্তগীর।
দ্বিতীয় পর্বের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজোর ব্যবস্হা রাখা হয়।সাংস্কৃতিক পর্বে জলি দাশ, মোহনা বোস এবং সালমান খন্দকার সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন কামরুল হাসান, এবং আব্দুল হাফিজ চৌধুরী।সাংস্কৃতিক সন্ধ্যার সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সরোয়ার ড্যানিয়েল এবং আব্দুল হাফিজ চৌধুরী। অনুষ্ঠানের প্রচারে বিশেষ ভূমিকা রাখেন সাংবাদিক শেখ খোরশান, মোঃ আশরাফুল ইসলাম(আরিফ) সহ অন্যান্য বিশিষ্টজন।
পরিশেষে, ফোরাম কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Post Views: ৮১
Like this:
Like Loading...
Related