চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে ও ভিডিও শেয়ারের মাধ্যমে বিষয়টি জানান মাহি। মাহি গাজীপুরে তাদের গাড়ির শোরুম গভীর রাতে ভাঙচুর ও দখলের অভিযোগ তোলেন। দেশে এসেই এ বিষয়ে প্রেস কনফারেন্স করবেন বলেও জানান মাহি।
রকিব সরকার জানান, শুক্রবার ভোর ৫টার দিকে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক সনিরাজ কার প্যালেস নামে তার একটি গাড়ির শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তার শোরুমের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাচ এবং টেবিল চেয়ার ভাঙচুর করে শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, ৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেননি।
উল্লেখ্য, মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। গত ৫ মার্চ তারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখান থেকে কয়েকটি ছবিও শেয়ার করেন।
এর আগেও স্বামী রকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরব যান এ নায়িকা। স্ত্রী মাহিয়া মাহিকে নিয়ে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন তিনি। শনিবার (১৮ মার্চ) দেশে ফিরবেন তারা।