রংপুর বিভাগীয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন দিনের ব্যক্তিগত সফরে এসে ১৬ জানুয়ারি বৃহ¯পতিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও শহরের সেনুয়া কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৯টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। জেলা বিএনপির দপ্তর স¤পাদক মামুনুর রশিদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৈতৃক বাড়ি কালীবাড়িতে এসে পৌঁছান। এরপর বিভিন্ন ব্যক্তিগত কাজে অংশগ্রহণ করেন তিনি।
প্রেস সচিব বিপুল অর্থের বিনিময়ে ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে
দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে...