মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি অধ্যক্ষ নুর নবী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক গিয়াস উদ্দিন এবং হামিদা আবেদীন পলির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুল হক, সমাজসেবক ছালাহ উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাজী মনির, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহি উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ উদ্দিন ইরফান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল কান্তি ভৌমিক, সহকারী শিক্ষক হারুন অর রশীদ ফারুকী। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।