Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

মিরসরাইয়ে ধানবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি মিনি ট্রাক উল্টে ঘটনাস্থলে চালকসহ নিহত হয়েছে ২ জন। এই ঘটনায় আহত হয়েছে আরো ১ জন। বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড ইউটার্ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতরা হলো চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনীর গাড়ি চালক জাহিদ হোসেন (২৫) ও ধানের বেপারী সাজেদ মিয়া (২৪)। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ধানবোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ের পাশে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির চালক, চালকের সহকারী ও ধান বেপারী আটকা পড়ে। খবর পেয়ে মিরসরাইয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, গাড়ির সামনের অংশ গাছের সাথে আটকে যায়। সামনের অংশ কেটে লাশগুলো উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, ধানবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version