মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার আয়োজনে নুরপাড়া দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মিঠানালা ডার্ক নাইট। শুক্রবার দিনব্যাপী এই খেলায় ফাইনালে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় অতিরিক্ত সময়েও গোল শূন্য ফলাফলের কারনে পরবর্তীতে পেনাল্টিতে ২-০ গোলে পরাজিত হয় ইয়াং স্টার মুহুরী প্রজেক্ট একাদশ।
স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেনের সার্বিক তত্বাবধানে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক তপন চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নব জাগরণ তারুণ্য সংঘের সভাপতি সাখাওয়াত হোসাইন, জামায়াত নেতা মুসলিম উদ্দিন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়াং স্টারের আরফান হোসেন এবং সেরা গোলকিপার মিঠানালা ডার্ক নাইটের ইউনুস।
সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক রিসোর্ট
টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৪...