মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মধ্যরাতে বাড়ির উঠোন থেকে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের তমিজ উদ্দিন মাঝি বাড়িতে এই ঘটনা ঘটে। শামসুল হক দীর্ঘ ১৮ বছর ধরে ভাড়ায় অন্যের গাড়ি চালায়। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গাড়িটি বাড়ির উঠোনে রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গাড়িটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
চালক শামসুল হক বলেন, ‘রাত ২ টায় ঘুম থেকে উঠে দেখি উঠোনে আমার সিএনজিচালিত অটোরিকশাটি ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনে থাকা গাড়িটি আর নেই। আবু মোতালেব নামে স্থানীয় এক প্রতিবেশী রাত ৩ টায় সিএনজি স্টার্ট দেওয়ার শব্দ শুনেছিলেন। আঞ্চলিক সড়কের পাশে আমাদের বাড়ি রাতভর কত গাড়ি চলাচল করে। তাই তিনি আর বের হননি।’
মিরসরাই থানার উিউটি অফিসার এসআই রাজিয়া বলেন, মিঠানালা এলাকায় সিএনজিচালিত অটোরিশা চুরির ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত; এর আগে উপজেলার ইছাখালী, মঘাদিয়া, মিরসরাই পৌরসভা, ওয়াহেদপুর ও খইয়াছরা ইউনিয়নে একাধিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক রিসোর্ট
টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৪...