মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চট্টগ্রাম ফিড মিলের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাসু দেব (৩৬)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীস্বরাই গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতেন। পারিবারিক জীবনে তিনি এক মেয়ে সন্তানের বাবা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মহাসড়কের ছোট কমলদহ এলাকার চট্টগ্রাম ফিড লিমিডেটের উত্তর পাশে চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ি সামনে থাকা একটা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী নিহত হন। মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ এবং দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
শাহরাস্তিতে ঠাকুর বাজারে বসত বাড়িতে হামলা-লুটপাট, ভাড়াটিয়া আহত
জেলা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারে সন্ধ্যায় নিজের ভাড়া বাসায় আক্রমনের স্বীকার হলেন মনির হোসেন নামে এক ব্যক্তি।...