মিরসরাই প্রতিনিধি
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-মহাসড়কে দুর্ঘটনা হ্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অজ্ঞান, মলম পার্টির দৌরাত্ব প্রতিরোধসহ অন্যান্য অপরাধরোধকল্পে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন জোরারগঞ্জ হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে হাইওয়ে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আদম আলী, এস আই দেলোয়ার হোসেনসহ সাংবাদিক, বিভিন্ন পরিবহণ মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে নিরাপদে যাতায়াত, গরু চুরি, দুর্ঘটনার সাথে সাথে সেবা প্রদান, থ্রি হুইলার বন্ধ, ওভারলোড, ওভারস্পিড নিয়ন্ত্রণ ও মামলা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো, রুট পারমিটবিহীন গাড়ী না চালানো, মহাসড়কে শৃৃঙ্খলা মেনে গাড়ি চালানো, দুর্ঘটনা হ্রাস, ডাকাতি, ছিনতাই, মলম পার্টির দৌরাত্ব প্রতিরোধসহ অন্যান্য অপরাধ রোধকল্পে আলোচনা করা হয়।