মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৮ টি হলরুমে ৬০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিনসহ উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ, কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, পরীক্ষা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য মোহাম্মদ আলমগীর এবং পরীক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য টিটু নাগ।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।
১৯ বছর পর কুমিল্লায় হতে যাচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লা: দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নগরীর কান্দিরপাড়...