মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মিরসরাই উপজেলার ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। শুভেচ্ছা উপহারের মধ্যে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রিকেট ব্যাট, ফুটবল, ব্যাডমিন্টন রেকেট, সাংস্কৃতিক সরঞ্জাম হারমনি ও তবলা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। সংগঠনগুলো হচ্ছে শান্তিনীড়, বিজলী ক্লাব, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অদম্য যুব সংঘ, দুর্বার প্রগতি সংগঠন এবং আদর্শ বন্ধু ফোরাম।
সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে
রাষ্ট্রের সংস্কারে কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি...