মিরসরাইয়ের আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৩ তম বার্ষিক মাহফিল

মুনিরুল ইসলাম মাদ্রাসার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার
১১৩ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৫ মার্চ)
দিনব্যাপী মাহফিল আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম
মাওলানা শহীদুল ইসলামের সার্বিক তত্বাবধানে এবং মাদ্রাসা
পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আতাউল হকের সভাপতিত্বে ওয়াজ
করেন হাটহাজারী আল জামেয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার
নায়েবে মুহতাতিম মাওলানা মুফতি জসিম উদ্দিন, জামেয়া
ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সামসুদ্দিন
জিয়া, ফেনী জামেয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা
কাসেম, মীরওয়ারিশপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী,
ফেনী দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস
মাওলানা আব্দুল কাহের আল মাদানী, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের
খতিব মাওলানা তৈয়ব সুলতানী প্রমুখ।
আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল
ইসলাম জানান, মিরসরাই উপজেলার সবচেয়ে প্রাচীণ কওমী মাদ্রাসা
এটি। শত বছর ধরে সুনামের সাথে মাদ্রাসাটি শিক্ষার আলো জ¦ালিয়ে
যাচ্ছে। সেই সাথে প্রতি বছর বড় পরিসরে ওয়াজ মাহফিলের আয়োজন
করা হয়ে থাকে যাতে ওয়ায়েজিন হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত

আলেমগণ। মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ
অংশগ্রহণ করেন।

Exit mobile version