মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাতসকালে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মহিলা গ্রাম পুলিশের বসতঘরসহ দুই পরিবার। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নাহেরপুর গ্রামের হেমেন্দ্র মহাজন বাড়ির হেমেন্দ্র কুমার নাথের ছেলে শ্যামল চন্দ্র নাথ ও ধুম ইউনিয়ন পরিষদের মহিলা গ্রাম পুলিশ বীনা রাণী দেবীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফ্রিজ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ধুম ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে তাদের দুই ভাই বোনের নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, স্বর্ণ, ফ্রিজ, আসবাবপত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তারা কোন কিছুই রক্ষা করতে পারেনি, পরনের কাপড় ছাড়া।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডের বিষয়টি সাথে সাথে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিক তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করেছেন এবং আরও সহযোগিতা করা হবে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আমরা গিয়ে ৩ টি গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালকের কোমরে দড়ি, পুলিশের এসআইকে তলব
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের মামলায় পরিচালক পারভেজ হোসেনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় দায়িত্বে থাকা এসআইয়ের কৈফিয়ত তলব করেছে...