মিরসরাইয়ে অভয় শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন

বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা অভয় শরণ কেন্দ্রীয়
বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১
জানুয়ারি) দমদমা অভয় শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিহারের সর্বস্তরের
দায়ক-দায়িকাদের উপস্থিতিতে জরুরী সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে
২৫ সদস্যের ২ বছর মেয়াদী বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হন নিজামপুর সরকারি কলেজের
প্রভাষক স্বাগতম বড়–য়া ও সাধারণ সম্পাদক পুলক কুমার বড়–য়া।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি স্বপন কুমার বড়–য়া, স্বরোজ
প্রিয় বড়–য়া, সহ-সাধারন সম্পাদক রাজেশ বড়–য়া, যুগ্ম সম্পাদক
সৈকত বড়–য়া, সাংগঠনিক সম্পাদক রণক বড়–য়া, অর্থ সম্পাদক অনুপম
বড়–য়া পপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অতীশ বড়–য়া, সহ-প্রচার ও
প্রকাশনা সম্পাদক বঙ্কিম বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক কাকন
বড়–য়া, ধর্মীয় সম্পাদক রাজেশ বড়–য়া, দপ্তর সম্পাদক জিন্টু বড়–য়া,
সহ-দপ্তর সম্পাদক বসুলাল বড়–য়া, বিহার পর্যবেক্ষণ সম্পাদক শিশির
বড়–য়া, হিসাব ও নিরীক্ষা সম্পাদক অন্ন কুমার বড়–য়া, সহ-নিরীক্ষা
সম্পাদক লিটন বড়–য়া সরল, দুলাল বড়–য়া, মহিলা সম্পাদক শ্বেতা বড়–য়া,
সহ-মহিলা সম্পাদক শিল্পী বড়–য়া, সদস্য স্বর্ণ কমল বড়–য়া, নিধন
বড়–য়া, দীপেশ বড়–য়া, প্রণয় বড়–য়া, রাজীব বড়–য়া।

Exit mobile version