মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত
হয়েছেন। এসময় চালকের সহকারী আহত হয়। রোববার (১২ ডিসেম্বর)
ভোর ৫ টার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পিকআপ চালক
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখালী গ্রামের ফজল কাদেরের
ছেলে হেলাল (৪২)। আহত চালকের সহকারী একই উপজেলার চাম্বল গ্রামের
আব্দুল সালামের ছেলে মোস্তফা (৪০)। আহত সহকারীকে উদ্ধার করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ জানান,
রবিবার ভোরে একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের
সাথে ধাক্কায় ঘটনাস্থলে চালক মারা যায়। গুরুতর আহত চালকের সহকারীকে
উদ্ধার করে চমেকে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার
করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মিরসরাইয়ে গাছের সাথে পিকআপের ধাক্কায় চালক নিহত
এসময় চালকের সহকারী আহত হয়।
