মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
শুক্রবার এক আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গে পড়া এই ছয়টি দেশ হলো মিয়ানমার, ইরিত্রিয়া, নাইজেরিয়া, কিরগিজস্তান, সুদান ও তানজানিয়া।
নতুন বিধিনিষেধের ফলে মিয়ানমার, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। আর সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’।
তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম।
ক্ষমতায় আসার পর ছয়টি মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এসব নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।
শুক্রবার এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন করে তালিকায় যুক্ত হওয়া দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তথ্য বিনিময় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। ভারপ্রাপ্ত মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী চাড ওলফ বলেন, এসব দেশের বেশিরভাগই সহায়তা করতে চায় তবে বিভিন্ন কারণে আমাদের জন্য প্রয়োজনীয় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।