মুরাদ ইস্যুতে ফখরুলের সাথে নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা ;

‘দালাল, দালাল, সরকারের দালাল’ ধর তক্তা মার পেরেক, সাবাস আপোষহীন নেত্রীর সন্তানেরা

মুরাদ ইস্যুতে ফখরুলের সাথে নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা ; ‘দালাল, দালাল, সরকারের দালাল’ ধর তক্তা মার পেরেক, সাবাস আপোষহীন নেত্রীর সন্তানেরা—জাহিদ এফ সরদার সাদী।
“ওরা যুদ্ধ যুদ্ধ আওয়াজ তুলেছে”
মেরুদন্ডহীন মহাসচিব মির্জা ফকরুল, মুরাদ ছাত্রদল করতো এটা বলা কি জরুরি ছিলো? বেকুব ফকরুল অন্যের ঝামেলা নিজের ঘাড়ে নেয়ার আর সময় পেলো না?? এটা কোনো সরকারের স্ক্রিপট নয়তো মাস্টার মশাই??? রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাবে স্বভাব নষ্ট মির্জা ফকরুল ‘ঘরে বাঘ, বাইরে বিড়াল’। মেরুদন্ডহীন মহাসচিব মাস্টার মশাই নেতা-কর্মীদের উপর গরম না হয়ে আওয়ামী লীগের উপর গরম হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করেন, তা না হলে পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে আপোষহীন নেত্রীর সন্তানেরা।
এভাবে আর কতো দিন মাননীয় মহাসচিব? কতো দিন চলবে আপনার ‘শান্তিপূর্ণ আন্দোলন আর লোক দেখানো মানববন্ধন’?? ছদ্মবেশী ভদ্রলোক মির্জা ফকরুলের কান্ড দেখে মনে হয় তিনি খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য প্রস্তুত হচ্ছেন???
নেতৃত্বের হুঙ্কার দিতে ব্যর্থ ফকরুল তিলে তিলে ম্লান করে দিচ্ছে দেশমাতার মুক্তির আন্দোলনের চিত্তে শিহরণ জাগানো জনতার ঢল, কোথায় আজ সেই জনসমুদ্র, কারা আবার এই নতুন করে জাগ্রত জনসমুদ্রকে ম্লান করে দিতে চাইছে? প্রশ্ন জনতার???
মাস্টার মশাইয়ের আজকের এই ভিডিওটি কথা বলে, বাকিটা ইতিহাস! অপ্রিয় হলেও সত্য “ব্যর্থ ফকরুল”। ভিডিওটি’র দৃশ্যের ব্যাখ্যা করাও কঠিন। দৃশ্যমান ভিডিওতে দেশবাসী যা দেখলেন তাতে বর্ণনা করার মতো আর কি থাকতে পারে। অসংখ্য নেতাকর্মীদের মাঝে অপদস্থ হলেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র যোগ্য মহাসচিব ‘মি. ক্লিন’ মির্জা ফকরুল, যিনি নেতৃত্বের হুঙ্কার দিতে ব্যর্থ, অপদার্থ একটা!!!
“দল ব্যর্থ নয়, ব্যর্থতা আমাদের”। আমাদের দূর্ভাগ্য, দলের মহাসচিব ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতিকে চিনেন না? হুম, ছদ্মবেশী মহাসচিব নিজের দলের লোক চিনেন না কিন্তু টাক্লা মুরাদকে ঠিকই চিনেন-এক সময় ছাত্রদল করত সেটা তিনি জানেন? রাজনীতি সন্যাসব্রত নয়, আর রাজনীতিতে ঠেলাঠেলি থাকবেই। এর মাঝেই টিকে থাকবে যোগ্য ও মেধাবীরা, ছিটকে পড়বে ময়ূরের পেখম পরা গর্দভগুলো। সুতরাং যারা পীর আউলিয়া সাজতে চান তারা রাজনীতি ছাড়ুন।
‘ছুঁচো যদি আতর মাখে, তাতে কি আর গন্ধ ঢাকে’
বেগম খালেদা জিয়ার কিছু হলে পরিণতি হবে ভয়াবহ, দায় নিতে হবে বাম পন্থী থেকে উঠে আসা এখনকার ডানের মির্জা ফকরুলকে ও, পিঠের চামড়া বাঁচাতে হাসিনার আচল তলেই হবে মুরাদের মতো অপদার্থ মেরুদন্ডহীন ফকরুলের শেষ আশ্রয়স্থল!
তাই, মহাসচিব পরিবর্তন করা এখন সময়ের দাবি।
হটাও ফকরুল, বাঁচাও দল
সত্য অপ্রিয় হয় এটাই স্বাভাবিক, তবে বলে যাব এটাই অস্বাভাবিক, ধন্যবাদ সকলকে।
জাহিদ এফ সরদার সাদী
বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপির বিশেষ দূত |।

Zahid F Sarder Saddi – জাহিদ এফ সরদার সাদী

Exit mobile version