শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন
গোসলরত দুই যুবকের বাড়ি ভিয়েতনামের বিন ডুওং প্রদেশের ডাউ টিয়েং। ওই ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই যুবক বসে আছেন। এক যুবক মোটরসাইকেলটি চালাচ্ছেন। দুই যুবকের মাঝে রাখা একটি বালতিতে পানি রয়েছে। চলন্ত মোটরসাইকেলে পিছনের যুবক চালককে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন। যখন চালকের চোখে শ্যাম্পু যাচ্ছে, তখন তিনি হাত দিয়ে মুছে আবারো মোটরসাইকেল চালানোয় ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি পিছনের যুবক নিজেও গোসলের কাজ সেরে নিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মোটরসাইকেল চড়ে দুই যুবকের গোসলের ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের খোঁজে নামে পুলিশ। পরে মোটরসাইকেলের নাম্বার প্লেট খুঁজে তাদের শনাক্ত করা হয়। এরপর এমন বেআইনি কাজ করায় তাদের জরিমানা করা হয়।