ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহানগরের বর্তমান সভাপতি এহতেশামুল আলমকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।
অপরদিকে সিটি মেয়র ইকরামুল হক টিটুকে মহানগরের সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
এদিকে কমিটি ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন তাদের সমর্থকরা। স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল সার্কিট হাউস ময়দান। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এ সম্মেলন।