যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে দুই আওয়ামীলীগ নেতা সহ তিনজন আহত।।

যশোর প্রতিনিধি :-
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে দুই আওয়ামীলীগ নেতা সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে আহতরা হচ্ছে, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু (৫০) ও ফুলতলার দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া (৩৫) ও হাফিজ ভূঁইয়া (২৯)। ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. কবির হোসেন জানান,(১২ এপ্রিল) শুক্রবার রাত ৯টার দিকে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন,এ সময় মোল্যা হেদায়েত হোসেন লিটুকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।সন্ত্রাসীদের ছোড়াগুলি তার পেটের উপর বুকের নিচে লাগে। এবং তার সাথে থাকা অপর দু’জনও গুলিবিদ্ধ হয়। তারা হলেন সবুজ ভূঁইয়া (৪২) ও হাফিজ ভূঁইয়া (২৯)।এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্তায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এব্যাপারে জানতে চাইলে, গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) সুব্রত দাস বলেন, আজ রাত ৮টায় তারা চা খেতে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট নামক স্থানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খুলনা জেলার ফুলতলা উপজেলার হেদায়েত হোসেন লিটু ও তার সাথে কথা অপর দু’জন দুর্বৃত্তদের ছড়াগুলিতে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version