Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

যশোরে পিতার বিরুদ্ধে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ।।

যশোর জেলা প্রতিনিধি :
যশোরে এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন  তার তালাকপ্রাপ্ত স্ত্রী।যশোর কোতয়ালি থানায় তিনি এ অভিযোগ করেছেন। অভিযোগ কারী সাথী খাতুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মোঃ জালাল শেখের কন্যা ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ব্র্যাক অফিসে চাকুরিজীবী।লিখিত অভিযোগে সাথী খাতুন জানিয়েছেন,২০০৫ সালে পতেঙ্গালী গ্রামের ফজর আলীর পুত্র মোঃ রওশন আলীর সাথে তার বিয়ে হয়।এবং সেই সংসারে ফাতেমা খাতুন নামের তাদের একটি মেয়ে আছে।কিন্তু পারিবারিক বিবিধ কারনে ২০১১ সালে রওশন আলীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় মেয়ে ফাতেমা মায়ের কাছে চলে আসে।এবং বর্তমানে সে সেক্রেড হার্ট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।সাথী খাতুন চাকুরী সুত্রে বারোবাজারের থাকায় ফাতেমাকে তার পিতার বাড়ী পতেঙ্গালী পাঠিয়ে দেন।সেখানে রওশন আলী অার তার দ্বিতীয় স্ত্রী হীরা খাতুন ফাতেমাকে জোরপূর্বক ভেকুটিয়া আহসানিয়া মিশনের সেল্টার হোমে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু ফাতেমা শেল্টার হোমে যেতে রাজি না হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি পিতা রওশন আলী তাকে মারধোর করে এবং খুন করার হুমকি দেয়। এক পর্যায়ে রওশন আলী তার সৎ মা ও মিলে হত্যার উদ্দেশ্যে মুখের ভেতর হারপিক ঢেলে দেয়। এতে ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে সাথী খাতুন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
Exit mobile version