জীবন আচার্য্য ( যশোর ) :
যশোরে মাদক সেবনকালে ৩ সঙ্গী সহ আটক পৌর
কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনকে সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির একটি নির্ভরযোগ্য সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মইনুল হোসেন খান নিখিল (এমপি) স্বাক্ষরিত এই অব্যাহতিপত্রে বলা হয়েছে। জাহিদ হোসেন মিলন গঠনতন্ত্র পরিপন্থী ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা বিনষ্ট করেছে। গঠনতন্ত্রের ২২ এর ক ধারা মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে আপনাকে যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক পদসহ সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।এ বিষয়ে জানতে সংগঠনের জেলা সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সাথে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। গত ১৪ ফেব্রুয়ারি যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি অফিস থেকে মদ্যপ অবস্থায় যুবলীগ নেতা ও যশোর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন সহ ৪জনকে আটক করে। একই সাথে বিদেশি মদ জব্দ করে। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করায় এবং মাদক আইনে মামলা করে আদালতে পাঠায়।বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।