জীবন আচার্য্য:
যশোর শহরের বহুল আলোচিত শংকরপুর এলাকার একাধিক মামলার আসামি জুম্মান হোসেন (২৬) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শহরের রেল বাজার এলাকায়। নিহত জুম্মান যশোরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। নিহতের স্বজনেরা জানায়, নিহত জুম্মান নিজের ব্যাক্তিগত কাজে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে যশোর রেল স্টেশন এলাকায় গেলে, একদল দূর্বৃত্ত তাকে ধাওয়া করে রেল বাজারে নিয়ে আসে। এবং সেখানেই প্রকাশ্যে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে, এক পর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তেরা। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় জুম্মান কে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিব মো: আল হাসান, প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত জুম্মানের নামে থানায় একাধিক মামলা রয়েছে, এবং তার প্রতিপক্ষ যেকোন একটি গ্রুপ এই হত্যা কান্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় থানা পুলিশ সৌচ্ছার রয়েছে এবং অভিযান চালিয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় একটি সুত্র নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবে জানিয়েছে আকাশ, রহিম ও ইয়াছিনের নের্তৃত্বে একদল দূর্বৃত্ত এই হত্যাকান্ড ঘটিয়েছে।