স্টাফ রিপোর্টার;
স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে লংমার্চে নারায়ণগঞ্জ বন্দরের একজন গুলিবিদ্ধসহ ৩জন আহত হয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার খবর পাওয়া গেছে। এরা হচ্ছেন নবীগঞ্জ কামালউদ্দিন মোড়ের আব্দুল বাতেনের ছেলে লিটন(৪০),তারা মিয়া সরকারের ছেলে তপু রায়হান (৩৫),সালাউদ্দিনের ছেলে সেলিম (৩৫)। এদের মধ্যে লিটনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে আহত তপু রায়হান জানান, ৫ আগস্ট বেলা দেড়টায় ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী আমাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে লিটন গুলিবিদ্ধ ও আমাদের পায়েও মারাত্বক জখম হই। এ সময় উপস্থিত জনগণ তাদেরকে মিটফোর্ড মেডিকেল কলেজে পাঠান তখন ডাক্তার বলে তার পায়ে ৬টা গুলি লেগেছে মোহাম্মদ লিটন রাজপথের সৈনিক দীর্ঘদিন যাবত বিএনপির দলের সাথে সম্পৃক্ত।