রংপুর বিভাগীয় প্রতিনিধি: অভিযোগের প্রমাণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে জানান রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তাদের অভিযোগ করতেই পারে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রমাণ আদালতে দাখিল করতে হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ আদালতে দেখানো হয়েছে। সাংবাদিকদের উদেশ্যে তিনি বলেন, গণমাধ্যম দেখেছে সারা দেশেই বিএনপি নাশকতামূলক কর্মকান্ড করছে। গতকাল বুধবার সকালে রংপুর মহানগরের শাপলা চত্ত্বরসহ গুরুত্বপূর্ণ রাস্তা, স্থাপনা ও জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার কার্যক্রমে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে শাপলা চত্ত্বর থেকে বিশেষ মহড়া ও অভিযান শুরু করে। এতে ২০টি গাড়ি, সাঁজোয়া ট্যাংক, রায়ট কাট সাইরেন বাজিয়ে মহানগরীর ১৬ কিলোমিটার এলাকা মহড়া দেয়। মহড়ার আগে আবু মারুফ হোসেন বলেন, বিএনপি নিজেরাই প্রমাণ রাখছে কিভাবে তারা বাসে অগ্নিসংযোগ করছে। কিভাবে মানুষকে পুড়িয়ে মারছে, কিভাবে পুলিশ হত্যা করেছে। কিভাবে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এগুলোতো আপনাদের ফুটেজেও আছে। সিসিটিভির যেসব ভিডিও ফুটেজ পাওয়া যায়, তাতে তো সব কিছুই দেখেছেন। রংপুরে ইতোমধ্যে নাশকতা প্রস্তুতির সময় অনেককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপ কমিশনার আরও বলেন, গত ১৩ নভেম্বর একটি অটোরিক্সাতে নাশকতার পরিকল্পনার জিনিসপত্রসহ হাতেনাতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লাঠিসোঁটাসহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে গত মঙ্গলবার রংপুর মহানগর এলাকায় আটটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে দেশের ন্যায় রংপুর মহানগরসহ পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের প্রতি বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল।