রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বদলি

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসানকে বদলি করা হয়েছে। তাকে রমেক হাসপাতালকে থেকে বদলি করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আ.ম. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। পরিচালক ডা. শরিফুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার দুপুরে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তারা পরিচালকের অপসারণের দাবিতে শ্লোগান দেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি প্রদান করেন তারা। একই সঙ্গে পরিচালক ডা. শরিফুল হাসানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন বিক্ষুদ্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের উপ পরিচালক ও ২ জন সহকারী পরিচালকসহ ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

Exit mobile version