রাজধানীতে এবার এক নারীর দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে চারজন ওমিক্রনে আক্রান্ত হলেন। এর আগে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের পর ঢাকায় ৫৬ বছর বয়সী এক পুরুষের শরীরে ওমিক্রন ধরা পরে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। গত ২০ ডিসেম্বর এই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিল
এর আগে সোমবার ৫৬ বছর বয়সী পুরুষের শরীরে ওমিক্রন ধরা পরে। রোগী ঢাকায় অবস্থান করছেন।
দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে। চিকিৎসার পর তারা এখন সুস্থ আছেন।