রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন। তার অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং মারধর করে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হামলায় থানার পরিদর্শক আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়েছেন।  জান মিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল-আমিন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের ওপর হামলা চালায়।

তিনি বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা ওই তরুণকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তার জীবন সংকটাপন্ন। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়েছেন। শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version