শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৬:১৮ অপরাহ্ন
মাননীয় প্রধানমন্ত্রী!
আমি মুহাম্মদ মাহমুদুল হাসান, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশে জন্ম ও পারিবারিক সূত্রে একজন মুসলিম নাগরিক। এছাড়াও একজন তরুণ সংগঠক ( প্রতিষ্ঠাতা ও সভাপতি – আদর্শ নাগরিক আন্দোলন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান – জাতীয় মানবাধিকার আন্দোলন), জেলা- কুমিল্লা, বাংলাদেশ।
আমি আপনাকে বিশেষ ভাবে আহবান জানাচ্ছি যে, আমাদের এই বাংলাদেশ অনেক রক্ত, জীবন ও ইজ্জতের বিনিময়ে অর্জিত একটি দেশ। যারা নিজেদের জীবন, রক্ত ও ইজ্জত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের শ্রদ্ধা করা, স্মরণ করা, সম্মান করা আমাদের নৈতিক ও মানবিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
মাননীয় প্রধানমন্ত্রী!
আমরা লক্ষ করেছি- বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ভুল, বানোয়াট ও অসংখ্য মুক্তিযোদ্ধাদের অ-সম্মান করে বেশকিছু নাম উল্লেখ করে তালিকা প্রকাশ করা হয়েছে। যা উক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের অজ্ঞতা, দায়িত্বজ্ঞানহীন ও অযোগ্যতার প্রমাণ।
সুতরাং এই অযোগ্য মন্ত্রীকে আমরা আর একদিনের জন্যও স্ব পদে দেখতে চাই না। আপনার স্ব ক্ষমতা বলে এবং রাষ্ট্রীয় নিয়মে দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
মাননীয় প্রধানমন্ত্রী!
যেহেতু একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং তা সংশোধন করে পূনরায় প্রকাশ করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। এখন আপনার উচিৎ হবে- নিজ উদ্যোগ ও তদারকির মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহণ যোগ্য এবং সঠিক তথ্যের ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ করবেন।
আমরা দেশের তরুণ প্রজন্মের সন্তানরা স্পষ্ট ভাষায় বলতে চাই- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা কাউকে অসম্মান করে যেন সেই তালিকায় কারো নাম সংযোজন এবং নিজ দলের লোকদের সহ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কারো নাম যেন বাদ না যায়।
আশাকরি আপনার শুভবুদ্ধির উদয় হবে এবং অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামী পথ চলবেন। আপনার আগামী পথচলা শুভ হোক।
আহবানে
মুহাম্মদ মাহমুদুল হাসান
প্রতিষ্ঠাতা ও সভাপতি -আদর্শ নাগরিক আন্দোলন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান – জাতীয় মানবাধিকার আন্দোলন।