ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের উত্তর পালট নেছারিয়া হামিদিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়মনিতির তোয়াক্কা না করে রোববার দুপুর সোয়া ২ টায় ছুটি দিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এবং ওই মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ মাদ্রাসায় আসেননি। স্থানীয়রা জানান, মাদ্রাসার সুপার ও শিক্ষকরা নিজেদের ইচ্ছে মত মাদ্রাসায় আসা যাওয়াসহ ইচ্ছে মত চালাচ্ছেন। এ কারনে শিক্ষার্থীরাও ওই মাদ্রাসায় পড়াশোনা করতে অনাগ্রহী এ কারনে মাদ্রাসায় তেমন শিক্ষার্থী নেই। সরেজমিনে রোববার দুপুরে দেখা যায়, কয়েকজন শিক্ষক সোয়া দুটায় মাদ্রাসা ছুটি দিয়ে চলে যায় এবং সুপার মাদ্রাসায় আসেনি। মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ জানান, জ¦রের কারনে তিনি মাদ্রাসায় আসেননি এবং ১৫ জন শিক্ষক কর্মচারিদের ৩ লাখ ৬ হাজার টাকা বেতন ব্যাংকে আসায় আগেই ছুটি দিয়ে বেতন তুলতে গেছে। মাদ্রসায় ২শ ৫০ জন শিক্ষার্থী দেখাতে হয় তাই ২শ ৫০ জনের রেখেছি, তবে ৫০ জনের মত শিক্ষার্থী থাকলেও নিয়মিত সবাই মাদ্রাসায় আসেন না বলে দাবি করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, সুপার ঝালকাঠি থাকেন। মাদ্রাসা আগে বন্ধের বিষয়টি অবশ্যই দেখা হবে।