লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে তীব্র শীত পড়েছে। আর এই শীতের রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে নেমে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
শহরের রেলওয়ে স্টেশন,ঠাকুরগঞ্জের নিত্য,বঙ্গবন্ধু মোড় বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সোমবার রাতে ৫০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এই কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
কম্বল বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,মৎস কর্মকর্তা কামরুজ্জামান, পিআইও মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে।